ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আসুসের নতুন গেমিং ল্যাপটপ জিএল৫০৩জিই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ২৪ জুলাই ২০১৮

বাংলাদেশের বাজারে এসেছে আসুসের নতুন গেমিং ল্যাপটপ। জিএল৫০৩জিই মডেলের ল্যাপটপটি বাংলাদেশের বাজারজাত করছে গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যে আসুসের অষ্টম প্রজন্মের এই গেমিং নোটবুক গেমারদের মধ্যে এক আকর্ষণ তৈরি করেছে।

তাইওয়ানিজ প্রযুক্তি নির্মাতা আসুসের এই গেমিং ল্যাপটপটি শুধু গেইমখেলার জন্যই নয় বরং বিনোদন সহ অফিসিয়াল ডিজাইনিং, ভিডিও এডিটিং এর মত কাজ করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

এই ল্যাপটপটিতে দীর্ঘসময় ধরে গেইম খেলার জন্য রয়েছে এন্টি ডাস্ট কুলিং সিস্টেম। এর ফলে দীর্ঘক্ষণ ব্যবহারেও গরম হবে ল্যাপটপটি। এতে থাকছে ১৫.৬ ইঞ্চির ফুল এইডি ডিসপ্লে যার ফলে স্বচছ ও প্রাণবন্ত লাগবে যে কোন ভিডিও। এছাড়াও এতে রয়েছে ইন্টেল কোরআই-৫ ও কোরআই-৭ প্রসেসর যা যথাক্রমে ৮ গিগাবাইট এবং ১৬ গিগাবাইট র‌্যাম সমৃদ্ধ।

১ টেরাবাইট হার্ডডিস্ক ও ২৫৬ গিগাবাইট সলিড স্টেট (এসএস) ড্রাইভ আছে ল্যাপটপটিতে । আর ল্যাপটপটির ওজন প্রায় দুই কেজি ৬০০ গ্রাম। এতে আছে এনভিডিয়া জির্ফোস জিটিএক্স ১০৫০টিআই সিরিজের ৪জিবি গ্রাফিক্স যা দিবে চমৎকার ভিডিও ও গেমিং অভিজ্ঞতা।

গেমিং এই ল্যাপটপটির মূল্য এক লক্ষ তিন হাজার টাকা থেকে শুরু। দুই বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি