আসুসের নতুন গেমিং হেডফোন ও কীবোর্ড
প্রকাশিত : ২০:০৬, ২৫ জুলাই ২০১৮
বাংলাদেশের গেমারদের জন্য নতুন মডেলের গেমিং হেডফোন এবং কী-বোর্ড এনেছে আসুস। আরওজি স্ট্রিক্স ফিউশন ৩০০ ও ৫০০ মডেলের হেডফোন এবং আরওজি স্ট্রিক্স ফ্লেয়ার গেমিং কী-বোর্ডগুলো বাংলাদেশে বাজারজাত করছে গ্লোবালব্র্যান্ড।
বাংলাদেশে আসুসের একমাত্র অনুমোদিত পরিবেশক গ্লোবালব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয় যে, এই হেডফোনগুলোতে রয়েছে সারাউন্ড সিস্টেম। এছাড়াও ইএসএস অ্যম্পিফায়ার ও অরা সিন্ক আরজিবি লাইটিং থাকছে এখানে। আরও থাকছে এক্সক্লুসিভ প্লাগ এন্ড প্লে ভারচুয়্যাল ৭.১ সাউন্ড। হেডফোন দুইটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০ হাজার ৫০০ টাকা এবং ১৬ হাজার ৫০০ টাকা।
আর আরওজি স্ট্রিক্স ফ্লেয়ার কীবোর্ডটিতে রয়েছে চেরী এমএক্স রেড সুইচ। সাথে রয়েছে আরজিবি লাইটিং সুবিধা। কী-বোর্ডটি পাওয়া যাবে ১২ হাজার ৫০০ টাকায়।
হেডফোন এবং কী-বোর্ড প্রতিটির সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর সেবা। গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে এই হেডফোন ও কী-বোর্ডগুলো পাওয়া যাচ্ছে।
//এস এইচ এস//
আরও পড়ুন