আসুস আরওজি স্ট্রিক্স মাদারবোর্ড নিয়ে এল গ্লোবালব্র্যান্ড
প্রকাশিত : ২৩:২৩, ৩০ জুলাই ২০১৮
মাদারবোর্ড মূলত কম্পিউটারের সবগুলো কম্পোনেন্টের মধ্যে সুষম সমন্বয় সাধণ করে থাকে। মাদারবোর্ডের উপর কম্পিউটারের পারফরম্যান্স বহুলাংশে নির্ভর করে। তাই কম্পিউটারের পারফরম্যান্স ও গ্রাহকদের চাহিদার দিকে লক্ষ রেখে আসুসের আরওজি স্ট্রিক্স বি৩৬০-আই সিরিজের মাদারবোর্ড নিয়ে এসেছে বাংলাদেশে আসুসের অনুমোদিত পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
অষ্টম প্রজন্মের এই অত্যাধুনিক মাদারবোর্ডটিতে রয়েছে ডিডিআর৪ ২৬৬৬ এমএইচজেড। ২টি র্যাম স্লট সাপোর্ট দেবে ৩২জিবি পর্যন্ত। এছাড়াও রয়েছে ওয়াইফাই এর সুবিধা। মাদারবোর্ডটিতে আরও রয়েছে অওরা আরজিবি লাইটিং ইফেক্ট এবং ডিস্প্লে ও এইচডিএমআই পোর্ট।
আসুস আরওজি স্ট্রিক্স বি৩৬০-আই মাদারবোর্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৩০০ টাকা। মাদারবোর্ডটির সাথে থাকছে ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেবা। গ্লোবালব্র্যান্ডের সকল শাখা এবং অনুমোদিত ডিলার হাউজে কেনা যাবে মাদারবোর্ডটি।
//এস এইচ এস//
আরও পড়ুন