ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পোশাক শিল্প নিয়ে আহ্ছানউল্লা ও ডেনমার্কের আল-বোর্গ ইউনির্ভাসিটির যৌথ উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ৬ অক্টোবর ২০২২

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আল-বোর্গ ইউনির্ভাসিটির যৌথ উদ্যোগে "সার্কুলার ইকোনমি ইন বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি প্রজেক্ট"এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানটি ডেনমার্কের আল-বোর্গ ইউনির্ভাসিটিতে অনুষ্ঠিত হলেও আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় জুম অ্যাপসের মাধ্যমে যোগদান করে। এর করেন ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন।

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে জুম অ্যাপসের মাধ্যমে বক্তব্য রাখেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। অনুষ্ঠানে অংশ নেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী রফিকুল আলম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ, ড.এস.এম. খলিলুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রজেক্ট কো অর্ডিনেটর প্রফেসর ড. আমানউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ডিরেক্টর প্রফেসর মো. এ. মোমেন, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের প্রধান অধ্যাপক ড. শফিউল আলম। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিস প্রধান ও স্কুল অব বিজনেস-এর শিক্ষকরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি