ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আয়কর মেলার শেষ দিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৭, ১৯ নভেম্বর ২০১৮

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত দেশব্যাপী আয়কর মেলা শেষ হচ্ছে আজ। মেলার প্রথম ছয়দিনে সারা দেশে সেবা নিয়েছেন প্রায় ১৪ লাখ করদাতা। আর আয়কর আহরণ হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকার।
এনবিআর সূত্র জানিয়েছে, ষষ্ঠ দিন পর্যন্ত সারা দেশের আয়কর মেলায় সেবা নিয়েছেন ১৩ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন করদাতা, যা গত বছরের প্রথম ছয়দিনের তুলনায় ৪৫ দশমিক ৭৪ শতাংশ বেশি। ছয়দিনে মেলায় এসে আয়কর রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ১২ হাজার ১৯৬ জন করদাতা। গত বছর প্রথম ছয়দিনে আয়কর রিটার্ন জমা হয়েছিল ২ লাখ ৬৯ হাজার ১৫৪টি। রিটার্নের বিপরীতে মেলা থেকে প্রথম ছয়দিনে ১ হাজার ৯০০ কোটি টাকার রাজস্ব পেয়েছে এনবিআর। গত বছর মেলার প্রথম ছয়দিনে আয়কর আহরণ হয়েছিল ১ হাজার ৭৯১ কোটি টাকা।
এবারের আয়কর মেলায় সেবাগ্রহীতা ও আয়কর আহরণ আগের বছরের তুলনায় বাড়লেও চমক সৃষ্টি হয়েছে নতুন ই-টিআইএন গ্রহণে। ছয়দিনে নতুন করে কর শনাক্তকরণ নম্বর নিয়েছেন ৩২ হাজার ১০ জন করদাতা। আগের বছর একই সময়ে নিয়েছিলেন মাত্র ৬ হাজার ৯২৯ জন।

উল্লেখ্য, ২০১৮ সালে দেশব্যাপী সর্বাধিক সংখ্যক ভেনুতে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১৩-১৯ নভেম্বর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাতদিন, ৫৬টি জেলা শহরে চারদিন, ৩২টি উপজেলায় দুদিন এবং ৭০টি উপজেলায় এক দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি