ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আয়নাঘর আজকের না, শেখ মুজিবের আমলেই হয়েছে: মাহফুজ আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

“গুমের ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচার-নিপীড়নের ঘটনা— তা শেখ মুজিবের আমলেই হয়েছে” বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আজ মঙ্গলবার ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, “এক দল, এক দেশ, এক নেতা, এক রাষ্ট্র‒ এই মটো (নীতিবাক্য বা আদর্শ) ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যে রাষ্ট্র নির্মাণ করেছেন, তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন, তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন।”

তিনি আরও বলেন, “শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের ওপর নীপিড়ন চালিয়েছেন।”

তার ভাষ্য, “১৯৭২ থেকে ১৯৭৫ সালে যে স্টাইলে বিরোধী দলের ওপর নীপিড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ হচ্ছে, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল।”

“তার মেয়ে জাতীয় রক্ষী বাহিনী নামে আলাদা করে কিছু বানান নাই। উনি বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনী হিসাবে রূপ দিয়েছেন। বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছেন” উল্লেখ করেন মাহফুজ।

উপদেষ্টা মাহফুজ বলেন, “মুক্তিযোদ্ধাদের মাঝে বিভাজন তৈরি করে শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি