ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫

আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বললেন ‘এটা বিভৎস দৃশ্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৪:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেছেন, এটার বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য। মনুষ্যতবোধ বলতে যে একটা কিছু আছে সেটা চিহ্নিত করার জন্য বহু গভীরে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পরিদর্শন শুরু করেন তিনি। 

দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি, ভুক্তভোগীদের নিয়ে রাজধানীর আগারগাঁও, কচুখেত ও উত্তরা এলাকায় পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে তিনি বলেন, প্রতিটি ঘটনা যে হয়েছে তা এককথায় নৃশংস। যতোটাই শুনেছি, অবিশ্বাস্য মনে হয়েছে। এটা কি আমাদেরই জগত, এটা কি আমাদেরই সমাজ।

ড. ইউনূস বলেন, যারা নিগৃহীত হয়েছেন তারা আমাদের সঙ্গে আছেন, তাদের মুখ থেকে শুনলাম। এর কোনো ব্যাখ্যা নেই। একটা ব্যাখ্যা থাকলে মানুষ বুঝে এর একটা কারণ ছিল। বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা হয়েছে। বিনা দোষে কতগুলো সাক্ষি হাজির করে জঙ্গি-সন্ত্রাসী আখ্যা দিয়ে নিয়ে আসা হয়েছিল।

তিনি বলেন, শুনতেছি এরকম আয়নাঘরের শাখা সারা বাংলাদেশ জুড়ে আছে। কেউ কেউ বলছে ৭শ’ কেউ বলছে ৮শ’, সংখ্যাও নিরুপণ করা যায়নি যে কতটা আছে। গত সরকার সর্বক্ষেত্রে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। আয়নাঘর তার একটা নমুনা।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের যে চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজেই গুম কমিশন আমাদের সামনে যেটা নিয়ে আসলো নিম্নতম মানবাধিকার থেকে মানুষকে কিভাবে বঞ্চিত করা হয়েছে। জাতির জন্য এটা চূড়ান্তরূপে ডকুমেন্ট হবে। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আয়নাঘর’ হিসেব পরিচিত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শন করেছেন। এছাড়া র‌্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলোও পরিদর্শন করেন তিনি। 

এ সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি