ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাঘিনীরা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২৯ জুন ২০১৮ | আপডেট: ১৮:৫৫, ১ জুলাই ২০১৮

বাংলাদেশ দলের নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল। প্রথম ম্যাচে জাহানারা আলমের বিধ্বংসী বোলিং তোপে ৪ উইকেটে জিতেছিল বাঘিনীরা।  

আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়ন্টিও ৪ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিল সালমা খাতুনের দল। আইরিশ মেয়েদের দেওয়া ১২৫ রানের টার্গেটে ৫ বল এবং ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ফারজানারা। 

ব্যাট হাতে ৪৯ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইকেটকিপার কাম ওপেনার শামীমা সুলতানা। ৩৪ বলে ৩৬ রানের আরেকটি কার্যকরী ইনিংস উপহার দেন ওয়ান ডাউনে নামা ফারজানা হক।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি