ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিম্বাবুয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৪, ১৬ জানুয়ারি ২০২৩

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগের দুই ম্যাচে একটি করে জয় ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল সিরিজ মীমাংসার।

রোববার (১৫ জানুয়ারি) হারারে স্পোর্টস ক্লাব মাঠে আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া ১৪২ রানের জবাবে চার উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। 

পুরো সিরিজে অসাধারণ বোলিং করা বার্ল এদিন ব্যাট হাতে ছিলেন আরও দুর্দান্ত। শেষ দিকে তার ১১ বলে ৩০ রানের ইনিংসে চাপমুক্ত হয় স্বাগতিকরা। বার্লের তাণ্ডবে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের এই জয়ে অন্যতম অবদান রাখেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তার ৪৩ বলে ৫৪ রানের ইনিংসটি ম্যাচ জয় সহজ করে দেয়। এছাড়া দলের পক্ষে ২৩ বলে ২৩ রান করেন ইনোসেন্ট কাইয়া।

আইরিশদের পক্ষে দুটি করে উইকেট নেন ব্যারি ম্যাকার্থি ও বেন হোয়াইট। একটি করে উইকেট যায় পেসার হ্যারি টেক্টর ও মার্ক অ্যাডারের দখলে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। মাত্র ১৯ রানের মাথায় তিন উইকেট হারিয়ে কোণঠাসা আইরিশরা আর উঠে দাঁড়াতে পারেনি। তবে হ্যারি টেক্টর ও কার্টিস ক্যামফার মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। দলীয় ৮৯ রানের মাথায় ক্যামফার আউটের ফলে আবার বিপদে পড়ে আয়ারল্যান্ড। তিনি আউট হন ২৭ রান করে।

তার আউটের ছয় রান পরেই ফিরে যান টেক্টরও। আউট হবার আগে ডানহাতি এই ব্যাটার করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান। এরপর বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে আইরিশরা স্কোরবোর্ডে তোলে ১৪১ রান।

ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার ওঠে জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্লের হাতে। তিন ম্যাচ সিরিজে তিনি মোট ৫১ রান করেন এবং উইকেট নেন ৭টি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি