ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আয়েশা মারজানার সঙ্গে হাবিবের রোমাঞ্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:১৩, ১০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে হাবিবের নতুন একটি মিউজিক ভিডিও। এই ভিডিওতে তার সঙ্গে মডেল হিসেবে থাকছেন আয়েশা মারজানা। এখানে হাবিবকে ভয়ঙ্কর চরিত্রে দেখা যাবে। 

‘তোমার চোখে জল’ শিরোনামের গানটি প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। এর কণ্ঠ-সুর-সংগীত করেছেন যথারীতি হাবিব নিজেই। গানটি লিখেছেন গুঞ্জন রহমান। আর ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

২০১৪ সালের শেষদিকে প্রাণ চিয়ার্স বিজ্ঞাপনে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান আয়েশা। এরপর ফ্রেশ আটা, হুয়াওয়ে, প্রাণ মিল্ক, প্রাণ অলটাইম বাটার বান, টেল প্লাস্টিক, রিগাল ফার্নিচার, ফেয়ার গ্লো ফেয়ারনেস সোপ, বাংলালিংকসহ আরো কয়েকটি বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন।

এক অসমাপ্ত প্রেম কাহিনি নিয়ে তৈরি মিউজিক ভিডিওটি ১৩ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলসহ অন্তর্জালের বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।


এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি