ঢাকা, শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২৫

আয়-উন্নতিতে বাঁধা আসতে পারে

ড. বিশ্বজিৎ হালদার

প্রকাশিত : ১০:১৬, ৫ এপ্রিল ২০২২ | আপডেট: ১০:১৯, ৫ এপ্রিল ২০২২

রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (২ এপ্রিল থেকে ৮ এপ্রিল) রাশি…

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
মেষ রাশির বন্ধুদের জন্য বলবো এ সপ্তাহে যথেষ্ট সাবধানতা মেনে চলা উচিত। বুঝে সামলে চলতে না পারলে নানা প্রতিকূলতা সামনে এসে দাঁড়াবে। যেমন ভ্রমণে আঘাত পেতে পারেন। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে। পরিবারে সুখ শান্তির পরিবেশ বিঘ্নিত হতে পারে। শত্রুর অপতৎপরতা বেড়ে যেতে পারে। আয় উন্নতিতে বাঁধা আসতে পারে। প্রেম-রোমান্স বা দাম্পত্বে যথেষ্ট সাবধানতা প্রয়োজন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বৃষ রাশির বন্দুদের জন্য এ সপ্তাহে সাবধানতা মেনে চলা উচিত। যদিও কিচু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে মন্দ বন্ধুর দ্বারা বা বন্ধুবেশি শত্রুর দ্বাা ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম্পত্য বিষয়ে চিন্তা বাড়তে পারে। আপনার জীবনসঙ্গী কারো দ্বারা প্রতারিত হতে পারে বুঝে সামলে চলুন। পাওনা আদায়ে সক্রিয় হতে পারেন। মনের মাঝে ভাবনাগুলো সাজিয়ে নিন। পরিকল্পনা অনুযায়ী পা ফেলুন। কাজেকর্মে ব্যস্ততা বাড়তে পারে। প্রেম বা রোমান্স তেমন শুভ নয়।

মিথুন (২১ মে-২০ জুন)
মিথুনের বন্ধুদের জন্য এ সপ্তাহটা বেশ উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়েই কেটে যেতে পারে। যদি খরচের চাপ কিছুটা বাড়তে পারে। কাজকর্মের সুযোগ বা কাজের চাপ বাড়তে পারে। প্রেম বা রোমান্সে আনন্দ অনুভূত হবে। বেশ ব্যস্ততার ভেতর দিয়েই এ সপ্তাহটা অতিবাহিত হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বা ব্যবসা শুভ। লাভ প্রাপ্তিতে আনন্দ অনুভূত হতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
কর্কট রাশির বন্ধুদের জন্য এ সপ্তাহটা বেশ ভাল হতে পারে। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। হাতে টাকা চলে আসতে পারে। আটকে তাকা কাজকর্মে এক ধরনের গতি আসতে পারে। কোন পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যোগদানের প্রয়োজন হতে পারে। বিদেশ থেকে কোন সুসংবাদ পেতে পারেন। মনের মাঝে কারো কারো বসন্তের কোকিল ডেকে উঠতে পারে, তৈরি হতে পারে রোমান্স।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সিংহ রাশির বন্ধুদের জন্য বলবো আপনার জন্য এ সপ্তাহটা তেমন ভাল নাও যেতে পারে। নানা ঝামেলা এবং প্রতিকূলতার সাথে পরিচয় অসম্ভব নয়। একটু বুঝে সামলে মুখ-মাথা ঠাণ্ডা রেখে চলতে পারলে ভাল করবেন। অহেতুক বাদ বিবাদে জড়ানো ঠিক হবে না। কর্মস্থলে বা ব্যবসায় ঝুঁকি তৈরি হতে পারে। বুঝে সামলান। প্রেম বা রোমান্সে সাবধানতা মেনে চলতে পারলে ভাল।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা রাশির বন্ধুদের জন্য বলবো এ সপ্তাহে আপনার ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ আসতে পারে। চোখ খোলা রাখুন। আয় উন্নতি বাড়তে পারে। সাথে সাথে কাজকর্মের চাপও বেশ বেড়ে যেতে পারে, কর্মস্থলে বাড়তে পারে আপনার গুরুত্ব বা সম্মান। দূর থেকে কোন সুসংবাদও পেতে পারেন। পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। দাম্পত্য জীবনে সতর্কতা প্রয়োজন, সঙ্গীকে একু বেশি সময় দিলে ভাল করবেন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
তুলার বন্ধুদের জন্য এ সপ্তাহটা বেশ ভাল যেতে পারে। হাতে টাকা-পয়সা চলে আসায় মেজাজে একটা ফুরফুর ভাব লক্ষিত হতে পারে। ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ আসতে পারে। বৈদেশিক বাণিজ্যে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকতে পারে। দূরে বা অল্প দূরত্বে ভ্রমণের সম্ভাবনাও আছে। প্রেম রোমান্স শুভ।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
যদিও এ সপ্তাহে আপনার মনের জোর বা উদ্যম বাড়তে পারে। তবুও সতর্ক না থাকলে কিছুটা বদনাম হতে পারে। কাজকর্মে গতি থাকলেও কিছুটা আলসেমি ভর করতে পারে। বুঝে সামলে যুক্তি বুদ্ধির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করুন। নইলে ভুল সিদ্ধানেত্র কারণে ক্ষতি হলেও হতে পারে। তবে আপনার নিজের মেধাকে কাজে লাগাতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেম বা রোমান্সে প্রতারণার ভয় আছে।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধনু রাশির বন্ধুদের জন্য বলবো এ সপ্তাহে আপনার জন্য বেশ ভাল হতে পারে। সামাজিক কাজকর্মে সফলতা আসতে পারে। যারা রাজনীতির সাথে জড়িয়ে আছে তাদের জন্যও কিছুটা সফলতা আশা করা যায়। নতুন যোগাযোগ নতুন বন্ধু তৈরি হতে পারে। তাদের দ্বারা উপকৃত হওয়ারও সম্ভাবনা আছে। বন্ধুদের মাঝে অবস্থান এবং জনপ্রিয়তা দুই বাড়তে পারে। যানবাহনে চলা এবং ব্যবহারে সতর্কতা মেনে চলুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মকর রাশির জাতক জাতিকার জন্য এ সপ্তাহটা তেমন শুভ নয়। তাই একটু বুঝে সামলে চলতে পারলে ভাল করবেন। নতুন কোন কাজেকর্মে হাত দেবার ক্ষেত্রে একেবারেই শুভ নয়। সাবধানে খরচ না করলে খরচের চাপ বাড়তে পারে। হাতে টাকা পয়সার টান তৈরি হতে পারে। পরিবারে কিছুটা ঝামেলা অপেক্ষা করছে। তবে শরীর স্বাস্থ্য মধ্যম যেতে পারে। প্রেম রোমান্স বা দাম্পত্বে এ সপ্তাহে সাবধানতা মেনে চলাই ভাল।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
যদিও সম্ভাব্য ক্ষেত্রে এ সপ্তাহে আপনার হাতে কিছু টাকা চলে আসতে পারে। তবুও বলবো খরচের চাপ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক বা প্রাতিষ্ঠানিক ব্যয় বাড়তে পারে। দূর থেকে কোন বিভ্রান্তিকর তথ্য আপনাকে অস্থির করতে পারে। অচেনা মানুষের সাথে লেনদেনে সতর্কতা মেনে চলা উচিত। দাম্পত্য বিষয়ে একটু সাবধানে বাদ-বিবাদ এড়িয়ে চলুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাথা ঠাণ্ডা রাখুন, বুঝে-সামলে চলুন নইলে হঠাৎ বিবাদে ক্ষতিগ্রস্ত হতে পারেন। হাতে টাকা-পয়সা আসার সুযোগ থাকলে চলে আসতে পারে। কাজেকর্মে কিছুটা গতি আসতে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। জুয়া বা খটকা আপনার জন্য শুভ নয়, এসবে শুধু আর্থিক ক্ষতিই হতে পারে। প্রেম বা রোমান্স শুভ। কেউ কেউ কেউ বিপরীত লিঙ্গ থেকে আর্থিক সুবিধাও পেতে পারেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি