আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ
প্রকাশিত : ০৮:৪৩, ৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১১:৩০, ৫ এপ্রিল ২০১৯
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতাকারী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থনকারী মন্ত্রী-এমপি ও দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদন উপস্থাপনের পর বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে। এর আগে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আটটি বিভাগের সাংগঠনিক সম্পাদকরা এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছেন।
বৈঠকে ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনয়নের বিষয়েও আলোচনা হতে পারে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বিবৃতিতে সংশ্নিষ্টদের বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এসএ/
আরও পড়ুন