ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আ.লীগ ১০ বছরে ১০টি স্থল বন্দর করেছে : শাজাহান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার ১০ বছরে ১০টি স্থল বন্দর করেছে। বিএনপি একটি বন্দরও করতে পারেনি। শুক্রবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে সম্ভাব্য স্থল বন্দরের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই দেশে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। চাকঢালায় স্থল বন্দর করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, এই স্থল বন্দর নির্মাণে মিয়ানমারেরও আগ্রহ থাকতে হবে। তাই কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবীসহ আরও অনেকে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি