ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আ. লীগকে ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে নির্বাচন কমিশন: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১৬ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সব দলকে সমান সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগকে নানা ধরনের তথ্য দিয়ে সুবিধা দেওয়া হচ্ছে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সরকারি দলের লোকজন অবাধে বিচরণ করছে। এই ভবনটি এখন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে।

বিএনপি নেতা অভিযোগ করে বলেন, নির্বাচনে সরকারি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। সরকার প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেখানে বিএনপিকে প্রাপ্য তথ্য দিয়ে নির্বাচন কমিশন কোনও সুযোগ-সুবিধা দিচ্ছে না।

এ সময় নিপুণ রায় ও আরিফা সুলতানা রুমার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়ে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশির নামে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ অব্যাহত রাখার নিন্দা জানান রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির হোসেন ও শাহীন শওকত উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি