ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আ. লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন ও অগ্রগতি হয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন ও অগ্রগতি হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন স্কুল মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের অনুর্ধ্ব ১৭-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আবার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দীপু মনি বলেন, ‘বিগত নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছি। আশা করছি, আসন্ন নির্বাচনে আবারো আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন এবং এলাকার বাকী উন্নয়মূলক কাজ করার সুযোগ করে দিবেন।’

১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল প্রমুখ।

এমএইচ/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি