ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস পরাজয়ের দিকে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ১২ আগস্ট ২০১৮

ইংল্যান্ডে সময়টা ভালো যাচ্ছে না ভারতীয়দের। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয়টিতে দলের পারফরমেন্স আরও ভয়াবহ। চলতি লর্ডস টেস্টে ইনিংস পরাজয় এড়াতে সফরকারীদের চাই আরও ১৭৩ রান। হাতে উইকেট আছে মাত্র তিনটি।

প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের ধারাবাহিকতা চলছে দ্বিতীয় ইনিংসেও। প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান নিয়ে ব্যাট করছে। মাঝখানে নিজেদের প্রথম ব্যাটিং ইনিংসেই ইংল্যান্ড তুলে দেয় ৩৯৬ রান। ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা।

ম্যাচ টিকিয়ে রাখতে যেখানে বড় একটি সংগ্রহ প্রয়োজন সেখানে উলটো ইনিংস পরাজয়ের মুখোমুখি হতে যাচ্ছে টিম ইন্ডিয়া। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই ‘ডাক’ মারেন ওপেনার মুরালি বিজয়। ব্যর্থ ছিলেন আরেক ওপেনার রাহুলও। প্রথম ইনিংসে ৮ আর দ্বিতীয় ইনিংসে করেন ১০ রান। ইংলিশ বোলার অ্যান্ডারসনের শিকার হন দুইজনই।

ব্যর্থতার কাতারে সামিল হন পুজারা এবং রাহানেও। বাদ যাননি অধিনায়ক বিরাট কোহলিও। যথাক্রমে ১৭, ১৩ আর ১৭ রান করেন এই তিন ব্যাটসম্যান। উইকেট কিপার দীনেশ কার্তিক ছাড়িয়ে যান সবাইকে। প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ মেরে ব্রডের এলবিডব্লিউ এর শিকার হন তিনি। তবে ভারতীয় ব্যাটিং লাইন আপে থাকা শেষ ও একমাত্র সফল ব্যাটস পান্ডিয়াও এখন সাজঘরে। ২৬ রান করে ওকস এর শিকার হয়ে ফিরে যেতে হয় তাঁকে।

খুব বড় ধরণের চমক না হলে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতের পরাজয় একরকম নিশ্চিত।  তাও ইনিংস পরাজয়। এই মুহুর্তে ক্রিজে আছেন স্পিনার অশ্বিন এবং কুলদিপ ইয়াদাভ। তারা আউট হলে ক্রিজে আসবেন পেসার মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মা।

এখন পর্যন্ত অ্যান্ডারসন নেন ২টি উইকেট। আর ৪টি উইকেট নেন ব্রড।  

//এস এইচ এস//   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি