ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ২ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৫:৪০, ২ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এই টাইগার ব্যাটার।

সোমবার (২ অক্টোবর) গৌহাটিতে টস জিতেন শান্ত। আবহাওয়ার পূবার্ভাস অনুযায়ী এই ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে।

নিজদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এই ম্যাচ জিতেই বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে চায় টিম টাইগার। 

অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে হালকা চোট পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আর তাই প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও খেলবেন না টাইগার অধিনায়ক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি