ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে ৩য় টেস্টের ১ম দিনে ভারতের সংগ্রহ ৩০৭/৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১৯ আগস্ট ২০১৮

প্রথম দুই টেস্ট ম্যাচে লাগাতার ব্যর্থতার পর অবশেষে ঘুরে দাড়ালো ভারতীয় ব্যাটিং লাইন আপ। ট্রেন্ট ব্রীজে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টির প্রথম দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ৩০৭ রান। অধিনায়ক বিরাট কোহলির ৯৭ এবং অজিঙ্গা রাহানের ৮১ রানের ওপর ভর করে এই সংগ্রহ পায় ভারত।

ম্যাচের শুরুতে টসে জিতে সফরকারীদের ব্যাটিং-এ পাঠায় ইংলিশ দলপতি জো রুট। তবে আগের ম্যাচগুলোর মতো এবারও ভারতীয় ব্যাটিং-এ ধস নামবে এমন আশা ভেঙ্গে দিয়ে বড় সংগ্রহের দিকেই এগোতে থাকে টিম ইন্ডিয়া। ৮২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেললেও রাহানের সাথে ১৫৯ রানের বড় জুটি গড়েন কোহলি।

২৪১ রানের মাথায় ব্যক্তিগত ৮১ রানে ব্রডের বলে কুকের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন রাহানে। আর সেঞ্চুরির খুব কাছে গিয়েও মাত্র ৩ রান বাকি থাকতে আদিল রশিদের বলে স্টোকসের হাতে ধরা পরেন কোহলি।

ইংলিশ বোলারদের মধ্যে বরাবরের মতোই সফল ছিলেন ওকস। তিনি নেন ৩টি উইকেট। বাকি উইকেটটি নেন অ্যান্ডারসন।

ভারতীয় ব্যাটসম্যান পান্ত এবং অশ্বিন শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে জয় নিয়ে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় বা ড্র এর বিকল্প নেই ভারতের।  

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি