ইউএনএ’র বাইরে কোনো জোট নয় : এরশাদ
প্রকাশিত : ১৪:২০, ৫ আগস্ট ২০১৭
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে তার বাইরে আর কোনো জোট গঠনের প্রশ্নই ওঠে না। আমার জোটে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে হলে সে বিষয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি জাতীয় পার্টির সঙ্গে অন্য রাজনৈতিক দলের জোট গঠন সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ইতিপূর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে সম্মিলিত জাতীয় জোট গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছিল। আমরা ২টি নিবন্ধিত দল এবং ৩৪ দলের সমন্বিত জাতীয় ইসলামী মহাজোট ও ২২ দলের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছি।
তিনি বলেন, এই জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। ইউএনএ-কে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের জোটের নীতি ও আদর্শের সঙ্গে ঐক্যমত্য পোষণ করে অন্য কোনো দল বা জোট সম্মিলিত জাতীয় জোটে শরিক হতে চাইলে- সে ব্যাপারে শুধু আমার জোটের শীর্ষ নেতারাই সিদ্ধান্ত নিবেন।
প্রসঙ্গত, দু’দিন আগে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর বাসভবনে বিভিন্ন দলের নেতাদের একটি বৈঠক হয়। বৈঠকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের উপস্থিত ছিলেন। এর পর থেকেই গুঞ্জন শুরু হয় যে, জাতীয় পার্টি সরকার থেকে বেরিয়ে এসে নতুন জোট করবে।
আরও পড়ুন