ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইউক্রেনজুড়ে বাজছে বিমান হামলার সতর্কতা সাইরেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ২৮ এপ্রিল ২০২৩

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রা, ক্রেমেনচুক ও পোলতাভাতে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। সারা দেশে বাজতে শুরু করেছে বিমান হামলার সতর্কতা সাইরেন। 

মাইকোলাইভের পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, ইউক্রেন বাহিনীর সম্মুখ রণাঙ্গনের যোদ্ধারা অস্ত্র সংকটে ভুগছে। নিজেদের রসদ শেষ হওয়ার পর এখন বিদেশ থেকে আসা অস্ত্র সরবরাহের ওপর নির্ভর করতে হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান।

তবে, পশ্চিমা নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, জোট ও তার মিত্ররা ইউক্রেনে এ পর্যন্ত এক হাজার ৫শ’ ৫০টি সাঁজোয়া যান এবং ২শ’ ৩০টি ট্যাংক পাঠিয়েছে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি