ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় নিহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ২৯ ডিসেম্বর ২০২৩

রুশ হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন প্রায় ১৫ জন।

দেশটির গভর্নর সের্গেই লিসাক বলেন, মধ্য নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ছয়জন নিহত হয়েছেন, অন্য স্থানীয় কর্তৃপক্ষ কিয়েভে দুজন এবং ওডেসায় দুজন নিহত হওয়ার খবর দিয়েছে। এছাড়া খারকিভে একজন এবং লভিভে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

কিয়েভে অবস্থান করা এএফপির সাংবাদিকরা শুক্রবার ভোরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং একটি গুদাম থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, দীর্ঘদিন আমরা মনিটরে এত ‘লাল রঙ’ দেখিনি। রুশ বাহিনী প্রথমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর ব্যাপক সংখ্যক ড্রোন হামলা করে। 

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি