ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়া স্থগিত করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যার মাত্র কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার প্রকাশ্য বাদানুবাদ হয়েছে।

সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ট্রাম্পের এই উদ্যোগের পর রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য ব্যাপক চাপ সৃষ্টি হবে কিয়েভের ওপর। অতিদ্রুত এই যুদ্ধের অবসান এবং ইউক্রেনকে শান্তি আলোচনার টেবিলে আনতে চাইছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, 'প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে তিনি শান্তি চান। আমাদের অংশীজনদেরও এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা আমাদের সহায়তা স্থগিত ও পর্যালোচনা করছি, যাতে এটি সমাধান তৈরিতে কার্যকর ভূমিকা রাখে।'

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন, জেলেনস্কির উচিত 'আরও কৃতজ্ঞ' হওয়া।

তিনি বলেন, 'জেলেনস্কি যদি যুদ্ধবিরতি চুক্তিতে না আসেন, তাহলে তিনি খুব বেশিদিন টিকতে পারবেন না।'

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এবং শত শত মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা বন্ধ রাখা হয়েছে।

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চান। তার অভিযোগ, রাশিয়া শান্তি আলোচনায় আন্তরিক নয়।

তিনি বলেন, 'কঠোর নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া এই সংঘাতের সমাধান সম্ভব নয়।'

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি