ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইউক্রেনে স্মরণ সভায় রুশ হামলা, নিহত ৫১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৬ অক্টোবর ২০২৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে নিহত এক ব্যক্তির স্মরণ সভায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৫১ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার খারকিভের উত্তর-পূর্বাঞ্চলের ৩৩০ জনসংখ্যার গ্রামটির একই ভবনের একটি দোকানে হামলায় অনেকে প্রাণ হারায়। শোকার্তরা একটি ক্যাফেতে অবস্থান নেয়।

৭০ বছর বয়সী ভোলোদিমির মুখোভাতি এএফপি’কে বলেন, ‘আমার ছেলেকে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।  তাকে নথি দেখে শনাক্ত করা গেছে।’ 

তার স্ত্রী এবং পুত্রবধূও সমাবেশে উপস্থিত ছিলেন। তবে তাদের জীবিত খুঁজে পাওয়ার আশা খুবই ক্ষীণ। তিনি দূর থেকে উদ্ধার কর্মীদের প্রত্যক্ষ করছিলেন।

তিনি এএফপি’কে জানান, ‘আমি গত ৪৮ বছর ধরে আমার স্ত্রীর সঙ্গে বসবাস করে আসছি। আমি একা বেশি দিন বাঁচবো না।
ছয় বছর বয়সী একটি শিশুও এই হামলায় নিহত হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেন, মোট ৬০ জন লোক মৃত এক গ্রামবাসীর স্মরণসভায় যোগদিতে ওই এলাকায় গিয়েছিল।

গ্রোজা ফ্রন্টলাইন শহর কুপিয়ানস্ক থেকে ৩০ কিলোমিটার দূরে এমন একটি এলাকায় অবস্থিত যেখানে রুশ বাহিনী গত বছর ইউক্রেনীয় সৈন্যদের কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধারের জন্য চাপ দিচ্ছে।

ক্লাইমেনকো বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলায় একটি ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই সময় স্পেনে ইউরোপীয় শীর্ষ সম্মেলনে ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ও তার সন্ধ্যার ভাষণে ওই হামলার নিন্দা জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি