ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাচনে হেরেছে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৯ এপ্রিল ২০২৩

রাশিয়া এ সপ্তাহে জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাচনে পরাজিত হয়েছে যাতে এ রকম ইঙ্গিত পাওয়া যায় যে এক বছর আগে ইউক্রেন আক্রমণের বিরোধিতা শক্তিশালী হয়েছে।

জাতিসংঘের ৫৪ সদস্যের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের বাধ্যতামূলক নয় এমন ছয়টি প্রস্তাব অনুমোদনের পর এই ভোট গ্রহণ করা হয়। সর্বশেষ - ২৩ শে ফেব্রুয়ারী, আক্রমণের প্রথম বার্ষিকীর প্রাক্কালে - মস্কোকে শত্রুতার অবসান এবং তার বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল এবং ১৪১-৭ ভোটে গৃহীত হয়েছিল। ৩২ টি দেশ ভোট দানে বিরত ছিল।

ইকোসক ভোটে, রাশিয়া নারীদের স্থিতি সম্পর্কিত কমিশনের একটি আসনের জন্য রোমানিয়ার কাছে বিপুলভাবে পরাজিত হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য হওয়ার জন্য এস্তোনিয়ার কাছেও তারা হেরে যায়। তারা আর্মেনিয়া এবং চেক প্রজাতন্ত্রের কাছে অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কমিশনের সদস্যপদের জন্য গোপন ব্যালট ভোটে পরাজিত হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বুধবারের ভোটের পর বলেন, "ইকোসক সদস্যদের কাছ থেকে এটি একটি স্পষ্ট সংকেত যে, জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন করে কোনও দেশের জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থাগুলিতে কোন পদে থাকা উচিত নয় ।“

ইকোসকের তত্ত্বাবধানে পরিচালিত ১৪টি কমিশন, বোর্ড ও বিশেষজ্ঞ দলের সদস্যদের জন্য ভোটাভুটিতে রাশিয়াকে সামাজিক উন্নয়ন কমিশনে নির্বাচিত করা হয়। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এ বিষয়ে সম্পৃক্ত না থেকে বলেছে যে, রাশিয়ার আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি