ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য: এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ৮ জুলাই ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান বলেছেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য।

তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে শুক্রবার এ কথা বলেন। তবে এরদোগান একইসঙ্গে মস্কোর সাথে শান্তি আলোচনায় বসতে জেলেনস্কিকে আহ্বান জানান।

ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এরদোগান বলেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য এ বিষয়ে কোন সন্দেহ নেই।

তবে উভয়পক্ষের শান্তি আলোচনায় ফেরা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি