ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউটিউবে কোটির ঘরে ধ্রুব’র ‘শুধু তোমার জন্য’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:৪৭, ৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

হালের জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহর। ‘শুধু তোমার জন্য’তাঁরই গাওয়া একটি গান। গানটি শুরু থেকেই শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। নতুন খবর হচ্ছে- ইউটিউবে বাড়ছে এর ভিউয়ার্স। এরইমধ্যে গানটি ইউটিউবে কোটির ঘর পার করেছে।

প্রিন্স রুবেলের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছিলেন তরিক আল ইসলাম। এতে প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছিলেন নাবগত নায়ক সিয়াম ও মডেল শেহতাজ।

নিজের গানের এমন ব্যাপক সাফল্যে বেশ আনন্দিত ধ্রুব গুহ।

তিনি বলেন, আমি সংগীতশিল্পী হিসেবে অতি সাধারণ। আমার মতো সাধারণের ক্ষেত্রে এত বড় প্রাপ্তি ঘটবে, ভাবলেই বিস্মিত হই। সবার ভালোবাসায় আমি পরিপূর্ণ। আমার সন্তুষ্টি বা আত্মতৃপ্তির জায়গা এখানেই যে আমার গাওয়া গান কোটি কোটি বাঙালি দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। এটা অনেক বড় প্রাপ্তি।

এর আগেও ধ্রুব গুহর গাওয়া ‘যে পাখি ঘর বোঝে না’ গানটি কোটির ঘর পেরিয়েছে।

গানটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে-

 

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি