ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউটিউবে চ্যাট করবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বন্ধুদের সঙ্গে ইউটিউবের ভিডিও লিংক শেয়ার করতে এতোদিন অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ হতে হতো। কিন্তু এখন সরাসরি ইউটিউবেই চ্যাট করার সুবিধা যুক্ত হওয়ায় ভিডিও দেখতে দেখতেই সেটি নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করা যাবে।

ফিচারটি ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের প্রথমে ইউটিউবে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর ইউটিউব হোম পেইজের ডান দিকে থাকা চ্যাট আইকনে ক্লিক করতে হবে। এতে কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের ইনবক্সে লিংক দিয়ে ভিডিও পাঠানো যাবে।

এছাড়া ভিডিওর নিচে থাকা শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি যাকে পাঠাতে চান, তার নামের ওপর ক্লিক করেও তাকে ইনবক্স করা যাবে।

নতুন ফিচারে নিজের পছন্দের ভিডিওতে হার্ট চিহ্ন দিয়ে লাইক দেওয়ারও অপশন আছে। ফিচারটি আপাতত শুধু ডেস্কটপ সংস্করণে ব্যবহার করা যাবে। ধীরে ধীরে অন্য সব ব্যবহারকারীর কাছেও পৌঁছে যাবে এই সুবিধা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি