ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউটিউবে ‘মাহিয়া’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সৈকত নাসিরের পরিচালনায় ‘মাহিয়া’ মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে মডেল হিসেবে ছিলেন ফাহিম ও রাকা বিশ্বাস। এর শুটিং হয়েছে নেপালে। ঐ সময় সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস আট ডিগ্রি! এ ধরনের প্রতিকূল পরিবেশে স্থানীয়দেরও নাকি শুটিং করতে অনেকবার ভাবতে হয়। অথচ এর মধ্যেই শেষ হলো ‘মাহিয়া’ গানের শুটিং।

প্রসেনের কথায়, অম্লানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহিম ও কলকাতার মধুবান্তী বাগচী। অন্যদিকে গানটির ভিডিওতে গায়ক ফাহিমের সঙ্গে মডেল হয়েছেন রাকা বিশ্বাস।

ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ পেয়েছে ২৮ ডিসেম্বর।

গানটির মডেল ও কণ্ঠশিল্পী ফাহিম বলেন, ‘বছরের একেবারে শেষে এসে আমরা ভিডিওটি প্রকাশ করেছি। এটি আমার অনেক প্রিয় একটি গান। গানের সঙ্গে মিল রেখে নেপালের মনোরম লোকেশনে এর শুটিং করা হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি