ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউটিউব আনছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সময়ের সঙ্গে সঙ্গে ইউটিউব তাদের ফিচারে বরাবরই আনে নতুন নতুন চমক। ক্রিয়েটর ও গ্রাহকদের কথা মাথা রেখে নতুন এসব ফিচারে থাকে নানান সব সুযোগ সুবিধা। এবার প্রতিষ্ঠানটি ‘গো লাইভ টুগেদার’ নামে নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে একাধিক ক্রিয়েটর একসঙ্গে তাদের চ্যানেল থেকে লাইভে আসতে পারবেন। যদিও সুবিধাটি প্রাথমিকভাবে মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে। 

ইউটিউব বলছে, এই সুবিধার মাধ্যমে একজন কনটেন্ট ক্রিয়েটর তার চ্যানেল থেকে অতিথি ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে লাইভে আসতে পারবেন। অর্থাৎ দুইজনই তাদের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করে সহ-স্ট্রিমিংয়ে যেতে পারবেন।

সাধারণত লাইভ স্ট্রিমে সিঙ্গেল ক্রিয়েটররা লাইভে আসতে পারবেন। তবে কিছুদিনের মধ্যে একাধিক ক্রিয়েটর একই সঙ্গে লাইভে আসতে পারবেন।

এ ফিচারের অধীনে ক্রিয়েটররা টাইটেল, ডেসক্রিপশন, মনিটাইজেশন অপশন, থাম্বেল নির্বাচন করার সুবিধা পাবেন। ভিজিটরদের অবশ্যই ইনভাইট অ্যা কো স্ট্রিমার অপশনের মাধ্যমে আমন্ত্রণ জানাতে হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি