ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউটিউব ঝড়ে ‘ইন্সপেক্টর নটি কে’র টাইটেল সং   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫০, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ইন্সপেক্টর নটি কে’র টাইটেল সং সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইউটিউবে প্রকাশ পায় । ইতিমধ্যে গানটি ইউটিউবে ঝড় তুলেছে। ভক্তরা হুমরি খেয়ে পড়ছে দেখার জন্য। এ পর্যন্ত গানটি দুই লাখ ৩৭ হাজার ৩৪২ বার দেখা হয়েছে।   

 

এই ছবির গানে জিৎকে একজন পুলিশ অফিসারের বেশে দেখা গেছে। সেখানে বাবা মায়ের সঙ্গেও তাকে পারফর্ম করতে দেখা যায়। ‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রে জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। তাকেও পুলিশের চরিত্রে দেখা যাবে।  

 

এর আগে ‘বাদশা দ্য ডন’ ও ‘বস টু’ সিনেমায় জিৎ-ফারিয়া এক সঙ্গে অভিনয় করে দর্শক মাতিয়েছেন। ব্যবসা সফল এই দুই ছবির পর আবার দর্শক মাতাতে আসছে ‘ইন্সপেক্টর নটি কে’। আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে।

 

চলিচ্চিত্রটি পরিচালনা করছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা অশোক পাতি। আলোচিত এই গানটির টাইটেল সং লিখেছেন রাজা চন্দ। শুদ্ধ রায়ের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ।   

 

 

 

এসি/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি