ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউটিউব সদর দফতরে গুলি, হামলাকারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:২৪, ৪ এপ্রিল ২০১৮

ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সদর দপ্তরে একজন নারী বন্দুকধারী হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পাওয়া গেছে। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশ বলছে।

গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা দ্বিগ্বিদিক পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয়। বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে।

ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছে। স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে।

জানা গেছে, ইউটিউবের ওই কার্যালয়ে প্রায় ১ হাজার ৭০০ কর্মী কাজ করে।

হামলাকারীর বিস্তারিত জানুন এই লিংকে।

সূত্র: বিবিসি

একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি