ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউনাইটেডের হারের রাতে সিটির গোলোৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২০ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চলতি মৌসুম ভালো কাটছে না ম্যানচেস্টার সিটির। লীগে তাদের অবস্থানও ভালো নয়। পয়েন্ট টেবিলে চারে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। টেবিলের শীর্ষে থাকা লিভারপেুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১২। তবে, বাজে সময় পার করে আবারও ঘুরে দাঁড়িয়েছে গার্দিওয়ালার শিষ্যরা। রোববার রাতে লীগের ম্যাচে ইপসউইচ টাউনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। 

খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এছাড়া দলের হয়ে সর্বোচ্চ দুটি গোল করেছেন ফিল ফোডেন। দুটি গোলই তিনি করেছেন প্রথমার্ধে। একটি গোল করেছেন মাতেও কোভাচিচ। এরপর দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু, আর্লিং হল্যান্ড ও জেমস ম্যাকাটি জালের দেখা পেয়েছেন। আর তাতেই ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। 
 
এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। 

অন্যদিকে, একই রাতে নগরের আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে হেরেছে ব্রাইটনের কাছে। এই হারের পর 
রেড ডেভিলদের কোচ রুবেন আমোরিমের অসহায় স্বীকারোক্তি, ‘‘এটাই হয়তো ম্যানইউ ইতিহাসের সবচেয়ে বাজে দল।’’

 নিজেদের মাঠে সবশেষ ৫ প্রিমিয়ার লিগ ম্যাচের চারটি হারার পর এমন হতাশাই জানালেন নতুন আসা এই কোচ। ২২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ম্যানইউ নেমে গেছে ১৩ নম্বরে। এক নম্বরে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে ২৪ পয়েন্টে!

অপর ম্যাচে উড়তে থাকা নটিংহাম ফরেস্ট ৩-২ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নটিংহাম আছে তিন নম্বরে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি