ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ছাঁটাই আতঙ্ক, ৪০ জনকে পদত্যাগের নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ৩ নভেম্বর ২০২৪

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) ছাঁটাই আতংক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে শীর্ষ পর্যায়ের ৪০ কর্মকর্তাকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। 

দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ব্যাংকের শীর্ষ পর্যায়ের শতাধিক কর্মকর্তাকে চাকরি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ৪০ কর্মকর্তাকে ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ডেকে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এ জন্য তাদের দুই মাস সময় দেওয়া হয়েছে। 

একটি সূত্র জানায়, ৪০ কর্মকর্তার মধ্যে কয়েকজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন। অনেকে এই সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন বলেও জানা গেছে। 

আজ রোববার আরও কিছু কর্মকর্তাকে ডাকা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত সরকারের আমলে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ২০১৭ সালে পারটেক্স গ্রুপের পরিচালকদের ইউসিবি ছেড়ে যেতে বাধ্য করা হয়। ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে আসেন রুকমিলা জামান। তিনি ব্যাংকের চেয়ারম্যান হলেও সাইফুজ্জামান চৌধুরী কার্যত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

সাইফুজ্জামান চৌধুরীর ‘স্বেচ্ছাচারিতা ও লুটপাটের কারণে’ ব্যাংকটি দেউলিয়া হওয়ার পথে। নতুন গভর্নর দায়িত্বে এসে ইউসিবি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দেয়।

ব্যাংকের কি পরিমাণ অর্থ লুটপাট হয়েছে সেটি জানতে এখন বিশেষ অডিট চলছে। ওই অডিট শেষ হওয়ার আগেই ব্যাংক কর্তৃপক্ষ ছাঁটাই প্রক্রিয়া শুরু করে। এর মধ্যে অর্ধেকে হচ্ছে বিভিন্ন শাখার ব্যবস্থাপক। তারা ব্যবস্থাপক থাকার সময়ে ব্যাংক থেকে অর্থ লুটপাট করা হয়েছে। অন্যরা প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বে আছেন। 

এই ঘটনায় ব্যাংকটির কর্মকর্তাদের মধ্যে ছাঁটাই আতংক ছড়িয়ে পড়েছে।

সূত্র জানায়, যাদের পদত্যাগ করতে বলা হয়েছে, তাদের মধ্যে অনেকের বাড়িই চট্টগ্রামে। এছাড়া অন্য এলাকার লোকজনও রয়েছেন। 

এ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পদত্যাগের নির্দেশ পাওয়া অনেক কর্মকর্তা বলেছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। অথচ পদত্যাগ করতে বলা হয়েছে। তারা পদত্যাগ না করে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে নালিশ করবেন বলে জানিয়েছেন।

এদিকে, যাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে চাকরিচ্যুত করা হবে। তখন সুযোগ-সুবিধা পেতে তাদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

প্রসঙ্গত, এসআলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক ৫৭৯ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। নিয়োগে অনিয়মের কারণে তাদেরকে বাদ দেওয়া হয়। তারা সবাই চট্টগ্রামের পটিয়া অঞ্চলের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি