ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন শেষে জনগণের মুখোমুখি

প্রকাশিত : ১২:৪৩, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪৩, ১৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Karnafuli৫ বছরের দায়িত্ব পালন শেষে জনগণের মুখোমুখি হলেন চট্টগ্রামের কর্ণফুলীর থানার চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান। রোববার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলীর থানার চরলক্ষ্যা ইউনিয়নে সমাবেশে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী দায়িত্ব পালনের সময় তার কর্মকান্ড তুলে ধরেন। একই সঙ্গে যাবতীয় আয়-ব্যয়ের বিবরণ দেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার কথাও জানান তিনি। এসময় উন্নয়নের স্বার্থে তাকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান। বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি