ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ইউরোপকে টেক্কা দিতে ইউরোর বস্তা নিয়ে নেমেছে সৌদির ক্লাব

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১২:৪৪, ৩ জুন ২০২৩ | আপডেট: ১৩:১২, ৩ জুন ২০২৩

ইউরোপের ক্লাবগুলোকে টেক্কা দিতে ইউরোর বস্তা নিয়ে নেমেছে সৌদি আরবের ক্লাবগুলো। এরইমধ্যে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাব আল-নাসের। এবার লিওনেল মেসি, করিম বেজেমা, লুকা মদরিচদের ওপর চোখ পড়েছে সৌদির কয়েকটি ক্লাবের। 

বিষয়টা মোটামুটি পরিষ্কার। ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। তাই ক্লাব ফুটবলে নিজেদের অবস্থান পোক্ত করতে উঠেপড়ে লেগেছে তেলসমৃদ্ধ দেশটি। নিজেদের লিগকে নিয়ে যেতে চায় ইউরোপের কাতারে। এরইমধ্যে রেকর্ড গড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে আল-নাসের।

এবার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দিকে নজর রেখেছে সৌদি ক্লাব আল-হিলাল। নিজেদের তাঁবুতে সাত বারের ব্যালন ডি অর জয়ী মেসিকেও আনতে খরচ করতে কার্পণ্য করবে না ক্লাবটি।

লিওকে পেতে বছরে ৬০ কোটি ইউরো দিতে প্রস্তুত আল হিলাল। বাংলাদেশি অর্থে ৬ হাজার ৪শ’ কোটি টাকারও বেশি। সংবাদ মাধ্যমের গুঞ্জন এই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন মেসির বাবা।

মেসির সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্ডি আলবাকেও দলে নিতে চায় সৌদির ক্লাবগুলো। 

এ মৌসুমে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হচ্ছে ফরাসি তারকা করিম বেনজেমার। এরইমধ্যে বাৎসরিক ৩শ’ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে আল ইত্তিহাদ।

ফ্রি এজেন্ট হচ্ছেন রিয়ালের আরেক তারকা মিডফিল্ডার লুকা মদরিচ। সুযোগটা তাই হাতছাড়া করতে চায়না সৌদির একটি ক্লাব। ক্রোয়েশিয়ান সুপারস্টারকে পেতে ১২০ মিলিয়ন ডলার খরচ করবে ক্লাবটি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি