ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্থ করবে যুক্তরাজ্যের ইউরোপিয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৮:৪১, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪১, ১০ জুলাই ২০১৬

যুক্তরাজ্যের ইউরোপিয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্থ করবে বলে আশংকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ২০১৬-১৭ অর্থবছরের জন্য ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৭ ধরা হলেও ব্রেক্সিটের পর লক্ষমাত্রা কমিয়ে এবছরের জন্য ১ দশমিক ৬ এবং ২০১৭ সালের জন্য ১ দশমিক ৪ নির্ধারণ করা হয়েছে। আর ২০১৮ সালের অর্থনীতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৭ থেকে নামিয়ে ১ দশমিক ৬ ধরা হয়েছে। সংস্থার ইউরোপ বিভাগের সহকারী পরিচালক মাহমুদ প্রধান জানিয়েছেন, যুক্তরাজ্যের ইইউ ত্যাগের প্রক্রিয়া বিলম্বিত হলে সেটি অর্থনীতিতে আরো নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি