ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউরোপের সরবরাহ চেইনে ঘাটতি অ্যাস্ট্রাজেনকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বৃহৎ ঔষধ কোম্পানী অ্যাস্ট্রাজেনকা মঙ্গলবার বলেছে, দ্বিতীয় কোয়ার্টারে ইইউ সরবরাহ চেইন প্রত্যাশার অর্ধেক মাত্র সরবরাহ করতে পারবে। বাকীটা তারা অন্য কোথাও থেকে পূরণের চেষ্টা করবে।

অ্যাস্ট্রাজেনকার একজন মুখপাত্র বলেছেন, কোম্পানীটি ইইউ সরবরাহ চেইনে উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে। দ্বিতীয় কোয়াটার্রে ইউরোপকে ১৮ কোটি ডোজ সরবরাহ করতে তারা তাদের পুরো সক্ষমতা কাজে লাগাবে।

মুখপাত্র আরো বলেন, ধারণা করা হচ্ছে ইইউ সরবরাহ চেইন থেকে অর্ধেক টিকা আসবে। বাকীটা আন্তর্জাতিক সরবরাহ চেইন থেকে মেটানো হবে।

প্রথম কোয়ার্টারেও অ্যাস্ট্রাজেনকা ইউরোপে টিকা সরবরাহ নিয়ে বিপাকে পড়ে। এ নিয়ে ইইউ ও অ্যাস্ট্রাজেনকার মধ্যে টানাপোড়েন তৈরি হয়। উল্লেখ্য বিশ্বের অধিকাংশ দেশেই অ্যাস্ট্রাজেনকার টিকা দেয় হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বের দরিদ্র দেশগুলোতে অ্যাস্ট্রাজেনকার টিকা সরবরাহ করছে। অন্য টিকার তুলনায় অ্যাস্ট্রাজেনকার টিকা দামে কম এবং সংরক্ষণেও সুবিধা।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি