ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ইউরোপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নূন্যতম বয়স বাড়লো   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ২৫ এপ্রিল ২০১৮

ইউরোপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নূন্যতম বয়স বাড়াতে যাচ্ছে ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন এ নিয়মে হোয়াটঅ্যাপ ব্যবহারের নূন্যতম বয়সসীমায় আরও তিন বছর যোগ করে ১৬ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী কয়েক সপ্তাহেই চালু হতে যাচ্ছে নতুন নীতিমালায় এই অ্যাপটি।    

নতুন এ নিয়মে একজন ইউরোপীয় ব্যবহারকারীকে অ্যাপটিতে লগইন করার সময় বয়স নিশ্চিত করতে হবে।

এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের তাদের মা-বাবার অনুমতি নিতে হবে। যাদের এমন অনুমতি থাকবে না, তারা ফেইসবুকের সীমিত সংস্করণ দেখতে পাবে।

 অ্যাপ ব্যবহারে বয়সসীমা বাড়ানো ছাড়াও এই তথ্যবিধিতে আরো অনেক পরিবর্তন করা হয়েছে।         

সূত্র: রয়টার্স  

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি