ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইকুয়েডরের ফুটবলার রিয়াসকোর জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:১৭, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:১৭, ২৩ জুলাই ২০১৬

নেইসার রিয়াসকো ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার। ১৯৭৭ সালে আজকের এই দিনে ইকুয়েডরের সান লরেঞ্জো শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম নেইসার রিয়াসকো ইয়ানো। সবার ভালোবেসে রিয়াসকো নামেই ডাকেন তাকে। স্কুল জীবন থেকেই ফুটবল খেলতেন তিনি। আর পরিবারের সহযোগীতায় ১৯৯৪ সালে পেশাদার ফুটবল খেলা শুরু করেন। ১৯৯৭ সাল পর্যন্ত ট্রেস দে হুলিও ক্লাবের জার্সিতে। খুব অল্প সময়ে ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে নজর কেড়েছেন হাজারো দর্শকের মন। আর ১৯৯৭ সালে নতুন করে মাঠে নামেন এলডিইউ কুইটো ক্লাবে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ২০০৬ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেন ৩১৬টি ম্যাচ। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০১ সালে কুইটো ক্লাবের হয়ে ধারে খেলেন নিউওয়েল্ধসঢ়;স ওল্ড বলেস ক্লাবে। ২০০৬ সালে নতুন করে চুক্তিবদ্ধ হন সাও পাওলো ক্লাবে। এই ক্লাবে দুই মৌসুম খেলে চলে যান এলডিইউ কুইটো ক্লাবে। আর এখনো এই ক্লাবের হয়েই খেলছেন তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের হয়েও আলো ছড়ান তিনি। ১৯৯৮ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেন ইকুয়েডরের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেন ৫৪টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি