ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ইক্যাবের নতুন সভাপতি শমী কায়সার, মহাসচিব তমাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৩৪, ৩ জানুয়ারি ২০১৮

ই-কমার্স ভিত্তিক ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শমী কায়সার। আর মহাসচিব হয়েছেন আবদুল ওয়াহেদ তমাল। সোমবার রাজধানীতে ই-ক্যাবের প্রধান কার্যালয়ে ২০১৮-১৯ বছরের কার্যকরী পরিষদের পদবন্টনে এ দায়িত্ব পান তারা।

শমী কায়সার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আবদুল ওয়াহেদ তমাল মাসিক পত্রিকা কম্পিউটার জগত এর প্রধান নির্বাহী।

কার্যকরী কমিটির ৯ জন সদস্যদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন রেজাউনুল হক জামি, জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা এবং  ফাইন্যান্স সেক্রেটারি হয়েছেন আব্দুল হক অনু।

পাশাপাশি ই-ক্যাবের সদ্য সাবেক সভাপতি রাজিব আহমেদ হয়েছেন কমিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর। এছাড়াও করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর আশিষ চক্রবর্তী, গভ. অ্যাফেয়ার্স ডিরেক্টর তানভীর এ মিশুক এবং শাহাব উদ্দিন শিপনকে কমিউনিকেশন ডিরেক্টর মনোনীত করা হয়।

উল্লেখ্য, ই-ক্যাবের আগের কমিটির মেয়াদ শেষ হয়ে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে পদগুলোর জন্য একাধিক প্রতিদ্বন্দ্বি না থাকায় বেসিস সভাপতি এবং সদ্য মন্ত্রীত্ব পাওয়া মোস্তফা জব্বারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ওই নয় সদস্যকে বিজয়ী ঘোষণা করেন।

 

//এসএইচএস/এসএইচ

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি