ইজিপ্ট এয়ারলাইনের ৪ বিদেশী ও বিমান ক্রুরা জিম্মি
প্রকাশিত : ১৬:১৩, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৩, ২৯ মার্চ ২০১৬
৮১ আরোহী নিয়ে মিশরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ছিনতাই হয়েছে ইজিপ্ট এয়ারলাইনের একটি বিমান। ইতোমধ্যে সবাইকে মুক্ত করা গেলেও চার বিদেশী ও বিমান ক্রুদের জিম্মি করে রেখেছে ছিনতাইকারী।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে উড্ডয়নের পর ছিনতাইকারীর নির্দেশে বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করা হয়। ইজিপ্ট এয়ারের কর্মকর্তা জানান, একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে অবতরণ করতে বাধ্য করে। মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানায়, ছিনতাইকারী বিস্ফোরক বেল্ট পরা ছিলো। তবে ব্যক্তিগত কারণে ছিনতাইকারী বিমানটি ছিনতাই করে বলে জানায়, সাইপ্রাসের প্রেসিডেন্ট হেলেনা স্মিথ। আলেকজান্দ্রিয়া বিমানবন্দরের তথ্য অনুযায়ি, বিমানে ১০ জন মার্কিন, ৮ জন ব্রিটেনের, চার ইউরোপের নাগরিক রয়েছেন। অবতরণের পর বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন