ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইজি’র ঈদ পাঞ্জাবি সমাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৮ এপ্রিল ২০২২

করোনা মহামারির পর জমে ওঠেছে ঈদ বাজার। বাহারি পোশাকের মধ্যে পুরুষদের পছন্দ পাঞ্জাবি। ঈদুল ফিতরকে সামনে রেখে তাই ফ্যাশন হাউস ইজি'র প্রস্তুতির কোনো কমতি নেই। সময়োপযোগী ফ্যাশনের দৌঁড়ে ইজি সবসময়ই এগিয়ে থাকার চেষ্টা করে বলে জানান ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী।

তিনি মনে করেন, পুরুষদের ঈদ মানেই দেশীয় ভালো মান ও ডিজাইনের পাঞ্জাবি। ঈদের নামাজ থেকে শুরু করে সারাদিনের ঘোরাঘুরি বা ঈদের পার্টিতে পাঞ্জাবির কোনো বিকল্পই হয়না। ছোট্ট শিশু থেকে শুরু করে প্রৌঢ় কিংবা নিম্নবিত্ত, উচ্চবিত্ত বা ধনী- সবারই পছন্দ ঈদের পাঞ্জাবি। এবারের ঈদ গরমে হওয়ায় হালকা রংয়ের সুতি পাঞ্জাবি বেশি প্রাধান্য পাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে।    

তৌহিদ চৌধুরী বলেন, ঈদ বাজারে সুতি, পিওর তসর সিল্ক, ধুপিয়ানা সিল্ক, খদ্দর কটন, জামদানিসহ বিভিন্ন ধরনের কাপড়ের পাঞ্জাবি রয়েছে আমাদের এখানে। তবে গরমে ঈদ হওয়ায় ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে সুতি পাঞ্জাবি। দামও নাগালের মধ্যে।

দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এ মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ চেষ্টা করেছে পোশাকে নতুনত্বের ছোঁয়া আনতে। এবারের ঈদে আকর্ষণীয় সব পোশাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে এবারও ইজির আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। দেশের স্বনামধন্য ব্র্যান্ড ফ্যাশন হাউজ ইজি ছয় বছর ধরে অনলাইনেও সেবা দিয়ে যাচ্ছে। ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যায় ইজিতে।

ইজির স্বত্তাধিকারী তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়াও আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি