ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৮:১৩, ১৩ মে ২০১৭

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে তিনদিনের অনুষ্ঠান।
শনিবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে আইইইবি’র ভবিষ্যত পরিকল্পনা ও বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। এসময় প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বাড়াতে সেমিনার, বুনিয়াদি প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিষয়ক প্রকল্প তৈরির কথা তুলে ধরা হয়। এছাড়া সন্ধ্যায় সেমিনার ও আগামীকাল প্রকৌশল পেশায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় প্রকৌশলীদের সংবর্ধনা দেয়া হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি