ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ইটিভিতে সৈকত সালাহউদ্দিনের ‘বিহাইন্ড দ্য স্টোরি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১৯ ডিসেম্বর ২০১৭

নতুন দুই অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছেন সৈকত সালাহউদ্দিন। একুশে টেলিভিশন এবং রেডিও টুডে’তে হচ্ছে সেই অনুষ্ঠান দুটি। এনামূল হকের প্রযোজনায় প্রতি শুক্রবার রাত সাড়ে ৯টায় একুশে টিভিতে ‘বিহাইন্ড দ্য স্টোরি’ নামের একটি বিনোদন মূলক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন।

একইদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি রেডিও টুডে’তে ‘মুভিটাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ নামের আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। যেটি তত্ত্বাবধানে রয়েছেন টুটুল জহিরুল ইসলাম।

এদিকে ব্যতিক্রমী দুই অনুষ্ঠান অল্পদিনেই আলোচনায় উঠে এসেছে।

এ প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘একুশে টিভির অনুষ্ঠানটি সাজানো হয়েছে আমাদের শোবিজের নানা কাজের পেছনের গল্প নিয়ে। যে জন্য নাম দেয়া হয়েছে ‘বিহাইন্ড দ্য স্টোরি’। শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে এটি। এখানে বিভিন্ন তারকারা তাদের মন্তব্য জানান।’

তিনি বলেন, ‘রেডিও টুডে’তে যে অনুষ্ঠানটি করছি সেটি পুরোটাই আমাদের দেশীয় সিনেমার হালহকীকত নিয়ে। এর মাধ্যমে দেশের সিনেমায় মুক্তি, আপডেট সবকিছু শ্রোতারা স্বচ্ছ খবর জানতে পান। সিনেমা নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর দেয়া হয়। মাঝেমধ্যে অতিথিও থাকেন। শ্রোতারা চাইলে ফোন করে কথা বলতেও পারেন। এসএমএস ও ফেসবুকে মন্তব্য করে মতামত জানতে পারেন। তারকারাও কথা বলেন। এই অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুই অনুষ্ঠানে অল্পদিনেই সবাই পছন্দ করেছেন। আগামীতে আরো নতুন সব চমক থাকবে। এতটুকুই জানিয়ে রাখছি। আশা করছি, আমার যারা দর্শক-শ্রোতা, তারা আমার সঙ্গেই থাকবেন।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি