ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইটিভির পর্দায় আজ থাকছে জয়তুন বিবির পালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ২০ জুন ২০১৮ | আপডেট: ২০:৪২, ২০ জুন ২০১৮

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের প্রথম স্যাটেলাইট টিভি স্টেশন একুশে টেলিভিশনে ঈদের সাত দিনব্যাপি চলছে বাউল গানের আসর।

বাউল গানের আসরে আজ বুধবারের পর্বে থাকছে জয়তুন বিবির পালা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রঞ্জন মল্লিক।

বয়ানে থাকবেন বিখ্যাত পালাকার সায়িক সিদ্দিকী। এর মাধ্যমে লোকগানের এই প্রথম কোন পালা একুশে টেলিভিশনের পর্দায় সম্প্রচার হবে।

অনুষ্ঠানটি ইটিভির পর্দায় দেখতে চোখ রাখুন রাত ১১ টা ২০ মিনিটে।

অনুষ্ঠানটি সম্পর্কে রঞ্জন মল্লিক বলেন, ময়মনসিংহ অঞ্চলের কাহিনী নিয়ে জয়তুন বিবির পালাটি রচনা করা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ পালাতে নাচ, গান ও উপস্থাপনার মাধ্যমে এক সজীবতা আনা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাম-বাংলার আদি স্বরুপ তুলে আনার পাশাপাশি নীতিকথার মাধ্যমে পালার নানন্দিকতা ফুঁটিয়ে তোলা হয়েছে। আশা করছি দর্শকরা তা দেখে নতুন কিছু শিখতে পারবেন।

/এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি