ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ইডেনে বিশ্বকাপ ম্যাচের টিকেটের দাম প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১১ জুলাই ২০২৩ | আপডেট: ১২:৫৭, ১১ জুলাই ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে কোলকাতার ইডেন গার্ডেনে ম্যাচের টিকেটের দাম প্রকাশ করেছে ভারত। সেমিফাইনালসহ ইডেনে বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিভিন্ন ম্যাচের আলাদা আলাদা টিকিটের মূল্য ধার্য করা হয়েছে। 

এই স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি বাছাইপর্ব পেরোনো দল নেদারল্যান্ডস আর দ্বিতীয়টি পাকিস্তানের বিপক্ষে। ৬৫০ টাকা খরচ করলেই ইডেনের গ্যালরিতে বসে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

সাধারণ মানুষের সামর্থ বিবেচনা করে টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান ক্রিকেট অপারেশনস অব বেঙ্গলের সভাপতি। 

এই মাঠে বাংলাদেশ-নেদাল্যান্ডেস ম্যাচের টিকেটের দাম সর্বনিম্ন ৬৫০ আর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকেটের দাম সর্বনিম্ন ৯০০ টাকা। ভিআইপি গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।

এবারের বিশ্বকাপের আসর ভারতে বসতে চলেছে। আগামী ৫ অক্টোবর এই টুর্নামেন্ট শুরু হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি