ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ইতালিতে পিঠা উৎসব অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ৩ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ধ্রুবতারা বন্ধু মহল বলোনীয়ার উদ্যোগে ‘পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২৪’ অনুষ্ঠিত হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী সমৃদ্ধ খাবার এবং বাংলা ঐতিহ্য সংরক্ষণে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 

অনুষ্ঠানে ছিলো চিত্রংকন প্রতিযোগিতা, মহিলাদের সুই সুতো, স্থানীয় শিল্পীদের নাচ,গান সহ নানা ধরনের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলোনীয়া বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগন সহ বলোনিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশী পরিবার। শত ব্যস্ততার মাঝেও সকলকে একত্রে করার জন্য ধ্রুবতারা বন্ধু মহল বলোনীয়ার ইতালির সবাই কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাধানে ছিলেন মোঃ রাজিব মিয়া, সাগর জমদ্দার, সফিকুর রহমান, সোহাগ করিম, বোরহান উদ্দিন, সিদ্দিকুর রহমান, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, মো. ইকবাল, মো. ইকরাম, মো. আশেক, মো. ইমন, রুমিও, রুবেল, নয়ন, সাব্বির সহ আরও অনেকে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি