ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে

প্রকাশিত : ১০:৪৯, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:৪৯, ২৬ আগস্ট ২০১৬

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। ভূমিকম্পের পর থেকে দফায় দফায় আফটার শক অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ৪ দশমিক ৩ মাত্রার  কম্পন অনুভুত হয়েছে। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। আর ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে পড়ার আশংকায় আশ্রয় শিবির আর খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ৬ দশমিক দুই মাত্রার ভূমিকম্পের পরও খানিক পরপর আফটার শক আঘাত হানছে বিধ্বস্ত এলাকাগুলোতে। ফলে ব্যপকভাবে ব্যহত হচ্ছে উদ্ধার তৎপরতা। পাহাড়ী ও দূর্গম এর উপর রাস্তাঘাটের ব্যপক ক্ষতি হওয়ায় সেখানে পৌঁছাতেও সময় লাগছে। তবুও ধ্বংসস্তুপের নীচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে প্রাণপন চেষ্টা উদ্ধারকর্মীদের। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে। ভূমিকম্পের আগের এবং পরের এ ছবিগুলো দেখলে খুব সহজেই অনুমান করা যায় ক্ষয়ক্ষতির পরিমান। আমাত্রিস, আকুমোলি, পোস্তা ও আরকোয়াতা দেল ত্রন্তো মধ্যাঞ্চলীয় এই চারটি শহর মূলত ক্ষতিগ্রস্থ হয়েছে। যার মধ্যে আমাত্রিস শহরের মোটামুটি পুরোটাই এখন বিরাট এক ধ্বংস স্তুপ। পাহাড়ী এসব এলাকাগুলোতে জনবসতি কম থাকলেও প্রচুর পর্যটকের আগমন ঘটে। ফলে হতাহতদের মধ্যে অনেক বিদেশী থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। এরই মধ্যে তিন ব্রিটিশ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছে ইতালির সরকার। তবে ধসে পড়া ১৫ শতক কিংবা তারও আগের প্রাচীন নান্দনিক স্থাপনা ফিরে পাওয়া আর সম্ভব নয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি