ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ইতালিতে সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ওয়ালীউল্লাহ(৩৫)। রোববার ইতালির ব্রেসিয়া এলাকায় হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।   

নিহত ওয়ালীউল্লাহ ব্রেসিয়া স্টেশনসংলগ্ন এলাকায় ব্যবসা করতেন। ওয়ালীউল্লাহ প্রাইভেটকার নিয়ে ইতালির এক শহর থেকে আরেক শহরে (ভেরোনার) যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের রেলিংয়ের সঙ্গে সংঘর্ষ ঘঠে। সংগর্ষে গাড়িটি উল্টে দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষ হলে লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত ওই বাংলাদেশি ব্যবসায়ীর বাড়ি পিরোজপুর জেলার কাউখালীতে। তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্য দেশে বসবাস করছেন।

এদিকে মৃত্যুর খবর জানতে না পেরে তার ভগ্নিপতি ব্রেসিয়ার অধিবাসী জালাল লিখিতভাবে পুলিশকে অবহিত করেছিলেন।

ওয়ালীউল্লাহর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইতালির ব্রেসিয়ায় বৃহত্তর কুমিল্লা সমাজের সভাপতি অ্যাডভোকেট নুরুল হকসহ বাংলাদেশিরা।

এমএইচ/এসি      

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি