ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইতালির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় স্থবির হয়ে থাকবে আগামী ২০ বছর

প্রকাশিত : ১৯:১২, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:১২, ১২ জুলাই ২০১৬

আগামী ২০ বছর ইতালির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় স্থবির হয়ে থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। এক প্রতিবেদনে আইএমএফ জানায়, চলতি বছর ইউরোজোনের তৃতীয় বৃহত্তম এ দেশটির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১ দশমিক ১ শতাংশ ধরা হলেও, হয়েছে ১ শতাংশ। আগামী বছরও দেশটি তার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না বলে জানিয়েছে সংস্থাটি। ২০২৫ সালের আগে ইতালি এ অবস্থা থেকে ফিরে আসতে পারবে না বলে আশঙ্কার কথা জানিয়েছে আইএমএফ। বর্তমানে ইতালির অধিকাংশ ব্যাংকই ঋণের ওপরে চলছে। এছাড়া ধীরে ধীরে দেশটির বেকারত্বের হারও বাড়ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি